ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৯ জন নার্স করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁডিয়েছে ১৪৬ জনে। আক্রান্তের বেশিরভাগই নিজ বাসায় আইসোলেশনে আছেন। কয়েকজন নার্সিং কর্মকর্তা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ইতোমধ্যে সুস্থ হয়েছেন তিন জন। আক্রান্তদের সংস্পর্শে এসেছে এমন ৩৮০ জন হোম কোয়ারেন্টিনে আছেন।
বুধবার (২২ এপ্রিল) রাতে সোসাইটি ফর নার্সেস সেফটি অ্যান্ড রাইটস এর মহাসচিব সাব্বির মাহমুদ তিহান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এ সংগঠনের তথ্য মতে, ২৭টি সরকারি ও ১২টি বেসরকারি হাসপাতালে নার্সরা করোনায় আক্রান্ত হয়েছেন।
শুধু মাত্র ঢাকা বিভাগেই আক্রান্ত হয়েছে ১২৬ নার্স। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সর্বোচ্চ ১৬ জন এবং স্যার সল্লিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জন। ঢাকা জেলায় ৭৬ জন, গাজীপুরে ১৫ জন, নারায়ণগঞ্জে ৫ জন, কিশোরগঞ্জে ১৮ জন, নরসিংদীতে ১২ জন এবং ঢাকার বিভিন্ন বেসরকারি হাসপাতালে আরও ৪২ জন নার্স করোনায় আক্রান্ত।
সংগঠনের মহাসচিব সাব্বির মাহমুদ তিহান বলেন, ঢাকার বাইরে ময়মনসিংহে ১৪ জন, বরিশালে ৪ জন ও রংপুরে ১ ও সিলেটে ১ জন নার্সিং কর্মকর্তা করোনায় আক্রান্ত। আক্রান্তদের মধ্যে ২ জন মিডওয়াইফ ও ২ জন অন্তঃসত্ত্বা নার্সও রয়েছেন।
আইইডিসিআরের তথ্য মতে, দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২০ জনে। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৯০ জন। মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭৭২ জন। নতুন করে সুস্থ হয়েছে ৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯২ জন।
বাংলাদেশ সময়: ০৫২৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২০
পিএস/আরআইএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।