ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

সিলেটে ৩৩ জনের করোনা পজিটিভ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৪ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২০
সিলেটে ৩৩ জনের করোনা পজিটিভ

সিলেট: সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবে আরো ১৩ জনের করোনা (কোভিড-১৯) পজিটিভ শনাক্ত করা হয়েছে। এ নিয়ে সিলেটে করোনা পজিটিভের সংখ্যা দাঁড়ালো ৩৩ জনে।

বুধবার (২২ এপ্রিল) নতুন করে ১৮৮ জনের নমুনা টেস্ট পিসিআর মেশিনে দিলে ১৩৪ জনের ফলাফলে ১৩ জনের করোনা পজিটিভ আসে। এছাড়া ৫৪টি নমুনা বাতিল হয়ে যায়।

ফলে এ কয়টি টেস্ট পুনরায় করা হবে।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক হিমাংশু লাল রায় বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেটে সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বাংলানিউজকে বলেন, এদিন হাসপাতালে ১৮৮ জনের নমুনা টেস্টের জন্য পিসিআর মেশিনে দিলে ৫৪টি বাতিল হয়ে যায়। রেজাল্ট আসে ১৩৪টির। এরমধ্যে ১৩টি পজিটিভ এসেছে। এরমধ্যে সিলেট ও মৌলভীবাজারের ২ জন করে, হবিগঞ্জের ৫ জন এবং মৌলভীবাজারে ৪ জন।

তিনি বলেন, এ নিয়ে বিভাগে কোভিড-১৯ পজিটিভ রোগীর সংখ্যা ৩৩ জনে দাঁড়ালো। এরমধ্যে সিলেটে বেড়ে হলো ৭ জন, সুনামগঞ্জ ৫, মৌলভীবাজারে ৩, এবং হবিগঞ্জে ১৮ জন। এরমধ্যে সিলেটে পজিটিভ সনাক্ত হওয়া ডা. মঈন উদ্দিন ও মৌলভীবাজারে আরেক রোগীর মৃত্যু হয়।

ওসমানী মেডিকেল কলেজ সূত্র জানায়, গত ৭ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত  বিভাগে ১ হাজার ৩৮৭ জনের নমুনা সংগ্রহ করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। তারমধ্যে ১ হাজার ১৫৭ জনের পরীক্ষা সম্পন্ন হয়। এরমধ্যে ৩৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়।

বাংলাদেশ সময়: ০৮১২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২০
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।