ভোলা: করোনো রোগী শনাক্তকরণের জন্য ভোলায় খুব শিগগির পিসিআর ল্যাব বসানো হবে। একই সঙ্গে ১০টি নিবিড় পর্যবেক্ষণ ইউনিট (আইসিইউ) বেড দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে জেলা সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী বাংলানিউজকে বিষয়টি জানান।
তিনি বলেন, ভোলার জন্য একটি পিসিআর ল্যাব অনুমোদন হয়েছে বলে একজন সচিবের কাছ থেকে খরবটি জানতে পেরেছি।
তাই নিশ্চিত করে বলা যায় আমরা খুব শিগগির সরকারের পক্ষ থেকে করোনো রোগী পরীক্ষার জন্য পিসিআর ল্যাব পাচ্ছি। মেশিনটি জেলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে স্থাপন করা হবে। তবে কবে নাগাদ মেশিনটি ভোলায় এসে পৌঁছাবে সেটি এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।
সিভিল সার্জন আরও বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য বর্তমানে জেনারেল হাসপাতালে ১০০টি বেডসহ জেলার সাত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলাদা আরও ৩০টিসহ মোট ১৩০টি আইসোলেশন বেড (করোনা ইউনিট) প্রস্তুত রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২০
এনটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।