ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

শেবাচিমে করোনা ওয়ার্ডে ১৮ আইসিইউ বেড প্রস্তুত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২০
শেবাচিমে করোনা ওয়ার্ডে ১৮ আইসিইউ বেড প্রস্তুত

বরিশাল: বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে ১৮টি আইসিইউ বেড প্রস্তুত করা হয়েছে।

করোনায় আক্রান্ত সংকটাপন্ন রোগীদের জন্য এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল পরিচালক ডা. মো. বাকির হোসেন।

শুক্রবার (২৪ এপ্রিল) তিনি সাংবাদিকদের বলেন, হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় এ ১৮টি বেড প্রস্তুত রাখা হয়েছে।

এছাড়া হাসপাতালের পুরাতন আইসিইউ ইউনিটে আগের ৮টির সঙ্গে নতুন ২টিসহ ১০টি বেড প্রস্তুত রয়েছে। এখন সবমিলিয়ে ২৮টি আইসিইউ বেড প্রস্তুত রয়েছে আমাদের। কোনো রোগীর সমস্যা গুরুতর হলেই আমরা এগুলো ব্যবহার করতে পারবো।

এদিকে রোগীদের আইসিইউসেবা দেওয়ার লক্ষ্যে এরইমধ্যে একটি টিম প্রস্তুত করা হয়েছে। এ টিমে ৪ জন চিকিৎসক ও ৩০ জন নার্স রয়েছেন। প্রতি শিফটে ১ জন চিকিৎসক ও ১ জন নার্স এখানে দায়িত্ব পালন করবেন।

এ বিষয়ে পরিচালক জানান, একসঙ্গে বেশি লোক দিলে সমস্যা হতে পারে। বেশি লোক দায়িত্ব পালন করায় এবং রোগীর ভুল তথ্যের কারণে ইতোমধ্যে আমাদের মেডিসিন ইউনিট ৩ লকডাউন করা হয়েছে। আলাদা রাখা হয়েছে ৪০ থেকে ৪৫ জন চিকিৎসককে। করোনা পজিটিভ এসেছে ৪ চিকিৎসকের। বেশি লোক থাকলে যদি একসঙ্গে কয়েকজন আক্রান্ত হয়ে যায় তাহলে এমনই সমস্যা আবারো হতে পারে। তাই শিফট অনুযায়ী কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এখানে।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২০
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।