করোনায় আক্রান্ত সংকটাপন্ন রোগীদের জন্য এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল পরিচালক ডা. মো. বাকির হোসেন।
শুক্রবার (২৪ এপ্রিল) তিনি সাংবাদিকদের বলেন, হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় এ ১৮টি বেড প্রস্তুত রাখা হয়েছে।
এদিকে রোগীদের আইসিইউসেবা দেওয়ার লক্ষ্যে এরইমধ্যে একটি টিম প্রস্তুত করা হয়েছে। এ টিমে ৪ জন চিকিৎসক ও ৩০ জন নার্স রয়েছেন। প্রতি শিফটে ১ জন চিকিৎসক ও ১ জন নার্স এখানে দায়িত্ব পালন করবেন।
এ বিষয়ে পরিচালক জানান, একসঙ্গে বেশি লোক দিলে সমস্যা হতে পারে। বেশি লোক দায়িত্ব পালন করায় এবং রোগীর ভুল তথ্যের কারণে ইতোমধ্যে আমাদের মেডিসিন ইউনিট ৩ লকডাউন করা হয়েছে। আলাদা রাখা হয়েছে ৪০ থেকে ৪৫ জন চিকিৎসককে। করোনা পজিটিভ এসেছে ৪ চিকিৎসকের। বেশি লোক থাকলে যদি একসঙ্গে কয়েকজন আক্রান্ত হয়ে যায় তাহলে এমনই সমস্যা আবারো হতে পারে। তাই শিফট অনুযায়ী কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এখানে।
বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২০
এমএস/আরবি/