ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

না’গঞ্জ জেনারেল হাসপাতালে ১০ চিকিৎসাকর্মী করোনায় আক্রান্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২০
না’গঞ্জ জেনারেল হাসপাতালে ১০ চিকিৎসাকর্মী করোনায় আক্রান্ত ছবি প্রতীকী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের একজন আউটডোর চিকিৎসকসহ মোট ১০ জন স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. আসাদুজ্জামান।

১০ জনের মধ্যে ৪ জনের নমুনা সংগ্রহের পর মঙ্গলবার সকালে তাদের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায় বলে ফলাফলে নিশ্চিত হওয়া গেছে।

এর আগে ৬ জন নার্স, ওয়ার্ড বয়, অ্যাম্বুলেন্স চালকসহ স্বাস্থ্যকর্মী করোনা পজিটিভ হয়ে আইসোলেশনে ছিলেন। মঙ্গলবার আরো ৪ জনের আইসোলেশনে গেছেন।

ডা. আসাদুজ্জামান জানান, একজন চিকিৎসক যিনি আউটডোরে নিয়মিত সেবা দিতেন তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। তার সঙ্গে আরো নতুন ৩ স্বাস্থ্যকর্মীর করোনা পজিটিভ ধরা পড়েছে। তারা আইসোলেশনে রয়েছেন।

এর আগে আরো ৬ স্বাস্থ্যকর্মী করোনা পজিটিভ হয়ে আইসোলেশনে আছেন। এ নিয়ে হাসপাতালের মোট ২০ জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হলেন।  

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।