ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

যে চিকিৎসায় সুস্থ হলেন করোনা আক্রান্ত ডা. জাহিদ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২০
যে চিকিৎসায় সুস্থ হলেন করোনা আক্রান্ত ডা. জাহিদ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও জেলা করোনা প্রতিরোধ কমিটির প্রতিনিধি ডা. জাহিদুল ইসলাম করোনা ভাইরাস আক্রান্ত হয়ে আইসোলেশনে ছিলেন। অবশেষে তিনি সুস্থ হয়েছেন।

নিজের বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসাসেবা নিয়েছেন। পাশাপাশি নিজের দায়িত্বও প্রতিদিন পালন করেছেন।

পরে মঙ্গলবার (২৮ এপ্রিল) দ্বিতীয়বারের মতো টেস্টে তার করোনা ভাইরাস নেগেটিভ আসে।

পরে তিনি কীভাবে, কী চিকিৎসাসেবা নিয়ে সুস্থ হয়েছেন, তা নিয়ে বাংলানিউজের সঙ্গে কথা বলেছেন। তুলে ধরেছেন নিজের এই চিকিৎসা ব্যবস্থা।

ডা. জাহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, আমি আক্রান্ত হবার পরও অনেকটা সুস্থ ছিলাম। তবে প্রায় সব উপসর্গই ছিল না। বাড়িতে আইসোলেশনে থেকেই আমি সুস্থ হয়েছি। আমার পরিবারের কিংবা কারও সংস্পর্শেই আইসোলেশনে থাকা অবস্থায় যাইনি। এসময় মোবাইলে অর্পিত দায়িত্ব সার্বক্ষণিক পালন করেছি।

তিনি বলেন, সম্প্রতি পরপর দুইবার নমুনা সংগ্রহ করা হলে দুটোর ফলাফলই করোনা নেগেটিভ এসেছে। আলহামদুলিল্লাহ! আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমার করোনার সব উপসর্গ, যেমন- জ্বর, খুসখুসে কাশি, বুকে ব্যথা, শ্বাসকষ্ট, পেট খারাপ, সবই ছিল। শুধু গলাব্যথা ছিল না। এসব উপসর্গ নিয়েই আমি একা আইসোলেশনে থেকে চিকিৎসা চালিয়ে গেছি।

ডা. জাহিদ বলেন, আমি জ্বরের নিয়মিত ওষুধ সেবন করেছি। বুকে ব্যথা, শ্বাসকষ্ট ও পেট খারাপের ওষুধ সেবন করেছি। অ্যান্টিবায়োটিকও গ্রহণ করেছি। আমি প্রতিদিন গোসল করেছি। পরিষ্কার-পরিচ্ছন্ন থেকেছি। গরম পানি পান করেছি। এবং আদা খেয়েছি।

তিনি আরও বলেন, এ রোগে আতঙ্কিত না হয়ে একটু সচেতন এবং নিয়মিত স্বাভাবিক ওষুধ সেবন ও সতর্ক থাকাই পারে সুস্থতা এনে দিতে। পাশাপাশি আমাদের সবার নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখা ও সতর্ক থাকাই পারে করোনা রোধ করতে।

এরইমধ্যে মঙ্গলবার অফিস করেছেন ডা. জাহিদ। পরে নিজেই কিছুদিন বিশ্রামে থাকবেন বলে সন্ধ্যায় কাজ শেষে বাড়ি ফিরেছেন। তবে এরমধ্যে যেকোনো প্রয়োজনে তিনি অফিস করবেন এবং জরুরি কাজ সম্পাদন করবেন।

এর আগে গত ৬ এপ্রিল নমুনা সংগ্রহের পর ৮ এপ্রিল করোনা ভাইরাস সংক্রমণ (কোভিড-১৯) পরীক্ষায় ডা. জাহিদ শনাক্ত হন। পরে ১৮ এপ্রিল ও ২০ এপ্রিল দুইবার তার নমুনা সংগ্রহ করা হলে দুটিতেই করোনা নেগেটিভ ফলাফল আসে।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২০
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।