ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ভোলায় বাবা-মেয়ে করোনা আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২০
ভোলায় বাবা-মেয়ে করোনা আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন

ভোলা: ভোলা সদর উপজেলার দুই জনের করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্তরা সম্পর্কে বাবা (৫৮) ও মেয়ে (১৮) বলে জানা গেছে। এনিয়ে জেলায় চারজন করোনায় আক্রান্ত হলেন। এ ঘটনায় ওই এলাকার ৪৫টি বাড়ি লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে জেলা স্বাস্থ্য বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।  

ভোলার সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ২৫ এপ্রিল করোনা সন্দেহে ওই দুই জনের (বাবা-মেয়ে) নমুনা পরীক্ষা করা হয়েছিল।

মঙ্গলবার দুপুরে আসা প্রতিবেদনে দুই জনেরই করোনা পজেটিভ এসেছে। এরপর আক্রান্তদের আলাদা ঘরে কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। এছাড়াও তাদের পরিবারের সবার নমুনা সংগ্রহ করা হবে।  

ভোলার সিভিল সার্জন ডা. রতম কুমার ঢালী ও জেলার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।  

এদিকে জেলায় গত ২৪ ঘণ্টায় নুতন ৩২ জনসহ ৭০৭ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। আর ১৪ দিনের কোয়ারেন্টিন শেষে ছাড়পত্র পেয়েছেন ৮২৫ জন। এনিয়ে জেলায় মোট ১ হাজার ৫৩২ জনকে কোয়ারেন্টিন করা হলো।

অপরদিকে এখন পর্যন্ত জেলায় ২৩১ জনের নমুনা পরীক্ষায় করা হয়েছে। এর মধ্যে চার জনের করোনা পজেটিভ ও অন্যগুলো নেগেটিভ এসেছে। আর বর্তমানে আইসোলেশনে রয়েছেন আক্রান্ত  একজন।  

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।