মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে জেলা স্বাস্থ্য বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
ভোলার সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ২৫ এপ্রিল করোনা সন্দেহে ওই দুই জনের (বাবা-মেয়ে) নমুনা পরীক্ষা করা হয়েছিল।
ভোলার সিভিল সার্জন ডা. রতম কুমার ঢালী ও জেলার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।
এদিকে জেলায় গত ২৪ ঘণ্টায় নুতন ৩২ জনসহ ৭০৭ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। আর ১৪ দিনের কোয়ারেন্টিন শেষে ছাড়পত্র পেয়েছেন ৮২৫ জন। এনিয়ে জেলায় মোট ১ হাজার ৫৩২ জনকে কোয়ারেন্টিন করা হলো।
অপরদিকে এখন পর্যন্ত জেলায় ২৩১ জনের নমুনা পরীক্ষায় করা হয়েছে। এর মধ্যে চার জনের করোনা পজেটিভ ও অন্যগুলো নেগেটিভ এসেছে। আর বর্তমানে আইসোলেশনে রয়েছেন আক্রান্ত একজন।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২০
এসআরএস