বুধবার (২৯ এপ্রিল) বিকেলে বাংলানিউজকে এ তথ্য জানান হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. আসাদুজ্জামান। এ নিয়ে হাসপাতালের মোট ১১ জন স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হলেন।
ডা. আসাদুজ্জামান বলেন, এ নিয়ে আমাদের হাসপাতালের ১১ জন স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন। এখন পর্যন্ত তারা সবাই ভালো আছেন।
তিনি জানান, এর আগে গত ১৮ এপ্রিল আমাদের আউটসোর্সিংয়ের একজন স্বাস্থ্যকর্মীর নমুনা সংগ্রহ করা হলে সেটির ফল আজ (২৯ এপ্রিল) পাঠিয়েছে। আমরা তো অবাক হয়ে গেছি। ১১ দিন পর ফলাফল তাও পজিটিভ। এটি অবশ্য আরো আগে দেওয়া দরকার ছিল।
বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২০
এএ