ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

করোনা থেকে বাঁচতে করণীয়

স্বাস্থ্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, মে ১, ২০২০
করোনা থেকে বাঁচতে করণীয়

করোনা ভাইরাসের (কোভিড-১৯) ঝুঁকি খুব দ্রুত শেষ হচ্ছে না। তাই করোনা থেকে বাঁচতে কিছু পরামর্শ:

১. বিদেশ ভ্রমণ ২ বছরের জন্য বাতিল করুন।
২. বাইরের খাবার খাওয়া যাবে না আগামী এক বছর।


৩.অপ্রয়োজনে বিয়ে কিংবা এ ধরনের অনুষ্ঠানে যাবেন না।
৪. জরুরি নয় এমন সফর এড়িয়ে চলুন।
৫. আগামী এক বছর জনাকীর্ণ স্থান এড়িয়ে চলুন।
৬. বাড়ির বাইরে গেলে মাস্ক পরবেন।
৭. সম্পূর্ণভাবে নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখুন।
৮. কাঁশি রয়েছে এমন লোক থেকে দূর থাকুন।
৯. আগামী কয়েকদিন খুব সতর্ক থাকতে হবে।
১০. নিরামিষ জাতীয় খাবার প্রাধান্য দিন।
১১. প্রেক্ষাগৃহ, শপিং মল, জনাকীর্ণ বাজার আগামী ছয় মাসে যাওয়ার দরকার নেই। সম্ভব হলে পার্ক, পার্টি এড়িয়ে চলুন।
১২. শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান।
১৩. সেলুন কিংবা বিউটি পার্লারে সাবধান থাকুন।
১৪. নিরাপদ শারীরিক দূরত্বের কথা মাথায় রেখে অপ্রয়োজনীয় সাক্ষাৎ-বৈঠক বাতিল করুন

বাংলাদেশ সময়: ১৫৬৬ ঘণ্টা, মে ০১, ২০২০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।