শুক্রবার (১ মে) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের এনেসথেসিয়া কনসালটেন্ট চিকিৎসক সাইফুল তুষার তার ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে এমনটি জানান।
এই বিষয়ে চিকিৎসক তুষার এর সঙ্গে কথা হলে তিনি বলেন, ডাক্তার হয়েছি শপথ নিয়ে রোগীদের সেবা করার জন্য।
তিনি আরো বলেন, আপনারা সবাই দোয়া করবেন সব সময় যেন রোগীদের পাশে থেকে ভালোবাসা দিয়ে সেবা করে যেতে পারি। সবচেয়ে বড় বিষয় এই ক্রান্তিকালে মহামারির সময় করোনা রোগীদের চিকিৎসা দিতে পারবো বলে নিজেকে গর্বিত মনে হচ্ছে।
এরকম সুযোগ বারবার আসে না বলেও তিনি জানান। এই মহামারির সময় আমাদের মানবিকতা যেন আরো জাগ্রত থাকে।
চিকিৎসক সাইফুল তুষারের ফেসবুকের স্ট্যাটাসটি নিচে তুলে ধরা হলো, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ডিপার্টমেন্ট অব এনেসথেসিয়া, এনালজেসিয়া, প্যালিয়েটিভ কেয়ার এবং ইনটেনসিভ কেয়ার মেডিসিন থেকে আমি আগামীকাল বার্ন ইউনিটে যাচ্ছি ইনশাআল্লাহ। এটা করোনা ডেডিকেটেড; COVID 19-এর রোগীর সেবা দেওয়ার সুযোগ পেয়ে আমি গর্বিত।
আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি।
সব শেষে তিনি লেখেন, সবার কাছে মাফ চাওয়ার এই সুযোগটা হাতছাড়া করতে চাচ্ছি না। সবাই মাফ করে দিবেন দয়া করে।
বাংলাদেশ সময়: ২৩৩৭ ঘণ্টা, মে ০১, ২০২০
এজেডএস/জেআইএম