ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

মিডিয়ায় কথা বলতে অনুমতি লাগবে বিএসএসএমইউ চিকিৎসকদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, মে ৩, ২০২০
মিডিয়ায় কথা বলতে অনুমতি লাগবে বিএসএসএমইউ চিকিৎসকদের

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (এসএসএমইউ) শিক্ষক,  চিকিৎসক ও কর্মকর্তারা অনুমতি না নিয়ে গণমাধ্যমে স্বাস্থ্য বিষয়ে কোনো বক্তব্য দিতে পারবেন না। এ নির্দেশনা দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (৩ মে) এ বিষয়ে কথা হয় বিএসএমইউ উপাচার্য কনক কান্তি বড়ুয়ার সঙ্গে। তিনি বলেন, এগুলি আগে থেকেই শৃঙ্খলা বিধিতে আছে।

নতুন করে সবাইকে মনে করিয়ে দেওয়া হলো। প্রজ্ঞাপন জারি করে সবার কাছে পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এবিএম আবদুল হান্নান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়,কর্তৃপক্ষের পূর্ব অনুমতি ছাড়া বিএসএসএমইউর শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তাদের স্বাস্থ্যসেবা সংক্রান্ত কোনো বিষয়ে গণমাধ্যমে বক্তব্য ও বিবৃতি না দেওয়ার অনুরোধ করা হচ্ছে।

একইসঙ্গে কোনো টেলিভিশন চ্যানেলের টকশোতে অংশগ্রহণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস শেয়ার করার ক্ষেত্রেও সরকার এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন না হয় সে বিষয়ে সতর্ক থাকার জন্য বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, মে ০৩, ২০২০
এজেডএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।