এছাড়া গত ২৪ ঘণ্টায় সদর উপজেলার ৪ জন এবং কালকিনি ও শিবচর উপজেলায় একজন করে মোট ৬ জন সুস্থ হয়ে বাড়ি গেছেন।
সোমবার (৪ মে) দুপুরে জেলার সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে দুইজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
জেলার স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, মাদারীপুরে করোনা আক্রান্ত ছয়জন সুস্থ হয়ে যাওয়ায় সোমবার ছাড়পত্র দিয়েছে সদর হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের মধ্যে সদর উপজেলার চারজন এবং শিবচর ও রাজৈর উপজেলায় একজন করে ছাড়পত্র পান। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ জন, এখনো চিকিৎসাধীন আছেন ১৪ জন। মারা গেছেন দুইজন।
এদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১০২টি নমুনা পাঠানো হলেও ৫৫টির রিপোর্ট হাতে পেয়েছে স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে ২ জনের করোনা পজিটিভ আসে। সর্বমোট ৫৭৭টি নমুনা পাঠিয়ে প্রাপ্ত রিপোর্টের সংখ্যা ৫৫৪টি।
বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, মে ০৪, ২০২০
এনটি