পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ, জরুরি বিভাগগুলো প্রচলিত নিয়মে খোলা থাকবে।
মঙ্গলবার (৫ মে) বিকেলে বিএসএমএমইউ সেকশন অফিসার (জনসংযোগ) প্রশান্ত কুমার মজুমদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বেতার ভবনের নিচতলায় ফিভার ক্লিনিকে গত ২৪ ঘণ্টায় ৩৫৪ জনকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এ নিয়ে এখানে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে মোট ৬ হাজর ৬৬৪ জনকে।
এছাড়া একই ভবনের দ্বিতীয় তলায় স্থাপিত করোনা ভাইরাস ল্যাবরেটরিতে একই দিনে ৩৩০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ নিয়ে এখানে নমুনা সংগ্রহ করা হয়েছে ৬ হাজার ১০১ টি।
এতে আরও বলা হয়, বিএসএমএমইউর বহির্বিভাগেও চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। পাশাপাশি রোগীদের সুবিধার্থে চালু করা বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত ‘বিশেষজ্ঞ হেলথ লাইন’ সেবাও অব্যাহত রয়েছে। এরমধ্যে ২৮ হাজারেরও বেশি রোগীকে টেলিফোনের মাধ্যমে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
সাপ্তাহিক ছুটি শুক্রবার ও সরকার ঘোষিত বাৎসরিক ছুটির দিন ব্যতিত সব দিনেই বিএসএমএমইউর বহির্বিভাগে ইন্টারনাল মেডিসিন বিভাগ, জেনারেল সার্জারি বিভাগ, অবস অ্যান্ড গাইনি বিভাগ, শিশু বিভাগে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
জানা যায়, গত ২১ মার্চ বিএসএমএমইউয়ের বেতার ভবনের নিচ তলায় এ ফিভার ক্লিনিক চালু করা হয়। পরে একই ভবনের দ্বিতীয় তলায় গত ১ এপ্রিল থেকে করোনা ভাইরাস ল্যাবরেটরিতে নমুনা সংগ্রহ করে পরীক্ষা শুরু হয়। ৫ এপ্রিল থেকে ‘বিশেষজ্ঞ হেলথ লাইন’ লাইন সেবা চালু করেন প্রতিষ্ঠানটি।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, মে ০৫, ২০২০
পিএস/ওএইচ/