ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

রংপুরে পুলিশ-নার্সসহ আরও ৭ জনের করোনা শনাক্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, মে ৫, ২০২০
রংপুরে পুলিশ-নার্সসহ আরও ৭ জনের করোনা শনাক্ত

রংপুর: রংপুর জেলায় শেষ ২৪ ঘণ্টায় পুলিশ, নার্স ও জেলাখানার স্টাফসহ নতুন করে আরও ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। সব মিলিয়ে এ জেলায় এখন পর্যন্ত মোট ৮৩ জনের করোনা শনাক্ত হলো। 

মঙ্গলবার (৫ মে) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিক্যাল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. এ কে এম নুরুন্নবী চৌধুরী লাইজু।

তিনি জানান, শেষ ২৪ ঘণ্টায় রমেকের অণুজীব বিজ্ঞান বিভাগের ল্যাবে করোনার ৯৪টি নমুনা পরীক্ষা করা হয়।

এতে ৭ জনের করোনা পজেটিভ এসেছে।  

শনাক্তদের মধ্যে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ২ নার্স, রংপুর জেলখানার এক স্টাফ, পুলিশ লাইন্সের দুই পুলিশ সদস্য, রংপুর নগরীর জুম্মাপাড়ার এক পুরুষ (৪২) ও রংপুর সিটি করপোরেশন এলাকার এক পুরুষ (৪৭) রয়েছে।

রংপুর জেলায় করোনা শনাক্ত ৮৩ জনের মধ্যে এখন পর্যন্ত সেরে উঠেছেন ৬ জন। বাকিদের বেশিরভাগই পরামর্শ অনুসারে বাড়িতে অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন। এর বাইরে ১৭ জনকে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, মে ০৫, ২০২০ 
এমআইবি/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।