বুধবার (৬ মে) বাংলানিউজকে এ অভিমত জানান তিনি।
মোকতেল হোসেন বলেন, এখনই এভাবে সবকিছু খুলে দেওয়া যুক্তিসঙ্গত নয়।
‘এদিকে করোনা আক্রান্ত অনেকের মধ্যেই কোনো লক্ষণ, উপসর্গ দেখা যায় না। ফলে তার থেকে সহজেই অন্যদের আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। আবার অনেকেরই অন্য কারণে জ্বর হতে পারে। তাকে আপনি মার্কেটে ঢুকতে দিলেন না, এটার জন্যও ঝামেলা হতে পারে। ’
সার্বিক পরিস্থিতিতে এই মুহূর্তে শপিং মল খোলার সিদ্ধান্ত সঠিক নয় উল্লেখ করে এ চিকিৎসক বলেন, এখন এগুলো না খুললেই পারতো। একটা বছর কী মানুষের ঈদের বাজার না করলে হতো না? একটা বছর ঈদে নতুন জামাকাপড় না পরলে কী এমন আসে-যায়?
‘ব্যবসায়ীরাদের চাপে হয়তো এটা করা হয়েছে। তারা এ সময়টায় প্রচুর লাভ করেন। এক মাসেই সারা বছরের লাভ করে ফেলেন। কিন্তু মার্কেট বন্ধ রাখতে পারলে সব থেকে ভালো হতো। ব্যাপক হারে সব কিছু ওপেন করে দেওয়াটা আমার কাছে ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে। ’
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, মে ০৬, ২০২০
আরকেআর/এইচজে