ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

দেশে আরও ১৩ জনের মৃত্যু করোনায়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, মে ৭, ২০২০
দেশে আরও ১৩ জনের মৃত্যু করোনায়

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাসে। এ নিয়ে মোট হয়েছে ১৯৯ জন।

বৃহস্পতিবার (০৭) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৩ জনের মধ্যে আটজন পুরুষ।

পাঁচজন নারী। তাদের মধ্যে ছয়জন ঢাকার। তিনজন ঢাকা বিভাগের অন্য জেলার। এবং চারজন চট্টগ্রাম বিভাগের।

তাদের ছয়জনের বয়স ৬০ বছরের বেশি।  চারজনের ৫১ থেকে ৬০ বছরের মধ্যে। দুইজনের ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। বাকি একজনের ১১ থেকে ২০ এর মধ্যে। এছাড়া ১১ থেকে ২০ বছরের যিনি মারা গেছেন, তিনি ক্যান্সার আক্রান্ত ছিলেন বলে জানানো হয়েছে।

এর আগে দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়, শেষ ২৪ ঘণ্টায় আরও ৭০৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে এবং আক্রান্ত থেকে সুস্থ হয়েছেন ১৩০ জন। তবে এই সময়ে কতজন মারা গেছেন, সে তথ্য পড়ে জানানো হবে।

স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, নতুন শনাক্ত নিয়ে দেশে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৪২৫ জন। এছাড়া শেষ ২৪ ঘণ্টায় নতুন করে নমুনা পরীক্ষা করা হয়েছে পাঁচ হাজার ৮৬৭টি। নমুনা সংগ্রহ করা হয়েছিল ছয় হাজার ৯৮২টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে এক লাখ পাঁচ হাজার ৫১৩টি।

নাসিমা সুলতানা বলেন, শেষ ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১০৪ জন। মোট আইসোলেশনে আছেন এক হাজার ৭৭১ জন। গত ২৪ ঘণ্টায় হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে এসেছেন দুই হাজার ৩৩১ জন। এ পর্যন্ত কোয়ারেন্টিনে এসেছেন দুই লাখ চার হাজার ৩১ জন।

*** দেশে ২৪ ঘণ্টায় ৭০৬ রোগী শনাক্ত, সুস্থ ১৩০

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, মে ০৭, ২০২০
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।