এর আগে গত ৪ মে ২৪ ঘণ্টায় নতুন করে ছয়শ ৮৮ আক্রান্ত হয়ে মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৫৮ দিনে ১০ হাজার ছাড়ালো।
এর আগেও গত ১ মে মাসে ২৪ ঘণ্টায় নতুন করে পাঁচশ ৭১ জন আক্রান্ত হয়ে মোট রোগীর সংখ্যা ৫৫ দিনে আট হাজার ছাড়িয়ে যায়।
সোমবার (১১ মে) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেছেন, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মোট মৃত্যু হয়েছে দুইশ ৩৯ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৩৪ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ছয়শ ৯১ জনে।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৩৭টি ল্যাবরেটরিতে নমুনা সংগ্রহ করা হয়েছে সাত হাজার দুইশ ৬৭টি। পরীক্ষা করা হয়েছে সাত হাজার দুইশ ৮টি। মোট পরীক্ষা করা হয়েছে এক লাখ ২৯ হাজার আটশ ৬৫টি।
নাসিমা সুলতানা বলেন, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে দুইশ ৫২ জন। এই নিয়ে মোট সুস্থ হয়েছে দুই হাজার নয়শ দুই।
বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, মে ১১, ২০২০
পিএস/এএটি