মঙ্গলবার (১২ মে) সিলেট বিভাগে রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৩০১ জন। এর মধ্যে হবিগঞ্জে ১০২, সিলেটে ৮৮, সুনামগঞ্জে ৬৩ ও মৌলভীবাজারে ৪৮ জন।
বিভাগের চার জেলায় করোনা রোগীদের মধ্যে ১২০ জন হাসপাতালে রয়েছেন। এর মধ্যে সিলেটে ২৯, সুনামগঞ্জে ৩২, হবিগঞ্জে ৫৮ ও মৌলভীবাজারে একজন। এখন পর্যন্ত মারা গেছেন ৬ জন আর সুস্থ হয়েছেন ৩৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বাংলানিউজকে বলেন, ‘একদিন আগেও বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন ২৮০ জন। একদিনের ব্যবধানে এ সংখ্যা বেড়ে হয়েছে ৩০১। একদিনে বেড়েছে ২১ জন। ’
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে আরও ৭৭ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এর মধ্যে সিলেটে ২৩, সুনামগঞ্জে ১৪, হবিগঞ্জে ২১ ও মৌলভীবাজারে ১৯ জন।
এছাড়া হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ১৪৭ জন। এর মধ্যে সিলেটে ২৪, সুনামগঞ্জে ৫৫, হবিগঞ্জে ৬৬ ও মৌলভীবাজারে ২ জন। বিভাগজুড়ে এখনো কোয়ারেন্টিনে আছেন মোট ১ হাজার ৫২১ জন। এর মধ্যে সিলেটে ৩০৬, সুনামগঞ্জে ৬২৯, হবিগঞ্জে ২২১, মৌলভীবাজারে ৩৬৫ জন।
বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, মে ১২, ২০২০
এনইউ/এফএম