বুধবার (১৩ মে) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৪১টি ল্যাবরেটরিতে নমুনা সংগ্রহ করা হয়েছে ৭ হাজার ৮৬২টি। পরীক্ষা করা হয়েছে ৭ হাজার ৯০০টি। মোট পরীক্ষা করা হয়েছে ১ লাখ ৪৪ হাজার ২৩০টি।
তিনি বলেন, ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৯ জনের। এদের মধ্যে পুরুষ ১২ জন, নারী ৭ জন। ঢাকায় ১৩ জন, এই ১৩ জনের মধ্যে একজন পাবনার। নারায়ণগঞ্জের একজন, মুন্সীগঞ্জের একজন, খুলনা বিভাগের নড়াইলের একজন, চট্টগ্রাম বিভাগের তিনজন। এদের মধ্যে চট্টগ্রাম জেলায় দু’জন, কুমিল্লায় একজন রয়েছেন।
বয়স বিশ্লেষণ করলে দেখা যায়, ৭১ থেকে ৮০ বছর বয়সের মধ্যে ৫ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৭ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে একজন, ১০ বছরের নিচে একজন মেয়ে শিশু রয়েছে।
নাসিমা সুলতানা বলেন, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২১৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছে তিন হাজার ৩৬১ জন।
‘গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১৫০ জন। মোট আইসোলেশনে আছেন তিন হাজার ৪৩৫ জন। গত ২৪ ঘণ্টায় হোম ও প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনে এসেছেন দুই হাজার ৫৫৮ জন। অদ্যাবধি আইসোলেশনে এসেছেন ২ লাখ ২৭ হাজার ৬৪২ জন। ’
তিনি বলেন, সারাদেশে ৬৪ জেলায় ৬১৭টি প্রতিষ্ঠান প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য প্রস্তুতি। তৎক্ষণিকভাবে এ সব প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের সেবা দেওয়া যাবে ৩১ হাজার ১৬৫ জনকে।
আরও পড়ুন
** করোনায় ২৪ ঘণ্টায় ১৯ মৃত্যু, শনাক্ত ১১৬২
** করোনায় ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ১৭ জনের বয়স ৫১-৮০ বছর
** করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু, রেকর্ডসংখ্যক শনাক্ত
বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, মে ১৩, ২০২০
পিএস/এইচএডি/