শুক্রবার (১৫ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের উপ-পরিচালক আলাউদ্দিন আল আজাদ।
তিনি বলেন, ২ মে থেকে ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিটে করোনা আক্রান্ত রোগীদের ভর্তি কার্যক্রম শুরু হয়।
‘এক পর্যায়ে আমরা চিন্তা করলাম শিশুদের জন্য একটি আলাদা ওয়ার্ড খোলা দরকার। এই সিদ্ধান্ত মোতাবেক বার্ন ইউনিটের দ্বিতীয় তলায় ১৮ বেডের হাই ডিপেন্ডেন্সি ইউনিট (এইচডিইউ) পুরোটাই শিশুদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। আক্রান্ত কোনো শিশু এলেই ওইখানে ভর্তি হয়ে চিকিৎসা নেবে। ’
বাংলাদেশ সময়: ০১০৮ ঘণ্টা, মে ১৬, ২০২০
এজেডএস/এএ