বৃহস্পতিবার (২১ মে) বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ।
জানা গেছে, খাগড়াছড়ির মহালছড়িতে গত ১৪ মে দুজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়।
এছাড়া, একজনের দ্বিতীয় দফা নমুনা পরীক্ষায়ও করোনা ভাইরাস পজিটিভ এসেছে। এর মধ্য দিয়ে খাগড়াছড়ির নয় উপজেলার মধ্যে পাঁচ উপজেলায় ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। তবে জেলায় একজন আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ জানিয়েছেন, আক্রান্ত একজনের সংস্পর্শে এসে বাকিরা সংক্রমিত হয়েছেন। তিনি সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, মে ২১, ২০২০
এডি/এফএম