এ সময়ের মধ্যে জেলায় কোনো মৃত্যু ও সুস্থ হওয়ার সংবাদ নেই বলে নিশ্চিত করেছেন তিনি।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে বাংলানিউজকে এ তথ্য জানান জেলা সিভিল সার্জন।
ডা. ইমতিয়াজ জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৪৫ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আর এখন পর্যন্ত জেলায় মোট ২৩৭০ জনের ফলাফলে পজিটিভ এসেছে।
জেলায় এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত মোট রোগীর সংখ্যা ২৩৭০ জন। এদের মধ্যে জেলায় মোট মৃত্যু হয়েছে ৭২ জনের, সুস্থ হয়েছেন ৬৯৪ জন।
বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, মে ২৬, ২০২০
এইচএডি