সোমবার (০১ জুন) রাত সাড়ে ৯টার দিকে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।
তিনি জানান, সোমবার বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে মোট ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়।
বগুড়া জেলা স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে জেলার মোট ১৮৮টি নমুনাসহ এ পর্যন্ত মোট ৬ হাজার ৮২২টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ৫ হাজার ৩৮৮টি নমুনার ফলাফল পাওয়া গেছে।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বাংলানিউজকে জানান, সোমবার আক্রান্তদের মধ্যে কয়েকজনের উপসর্গ রয়েছে। বাকিদের অধিকাংশই উপসর্গ ছাড়া সুস্থ আছেন। তাই তাদের নিজ নিজ বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ০১৪৫ ঘণ্টা, জুন ০২, ২০২০
এইচএডি