শনিবার (৬ জুন) দুপুর ২টার দিকে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) শফিক আমিন কাজল।
তিনি জানান, ওই দু’জনসহ বগুড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে।
মৃত দু’জন হলেন- সাবেক পরিসংখ্যান কর্মকর্তা এজেএম ইদ্রিস আলী (৬৭) এবং বগুড়া কলেজের সাবেক অধ্যাপক আশরাফুল ইসলাম (৫৬)।
জানা যায়, সদর উপজেলার সূত্রাপুর রিয়াজ কাজী লেন এলাকার বাসিন্দা দুপচাঁচিয়ার সাবেক পরিসংখ্যান কর্মকর্তা এজেএম ইদ্রিস আলীর শরীরে কিছুদিন আগে উপসর্গ দেখা দেয়। তার মেয়ে চিকিৎসক হওয়ায় তাকে বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছিল। তার নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস পজিটিভ আসে। শারীরিক অবস্থার অবনতি হলে গত ৪ জুন তাকে মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়। ৪৮ ঘণ্টা পর শনিবার ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।
অন্যদিকে, ধাওয়াপাড়া এলাকার বাসিন্দা বগুড়া কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফুল ইসলামকে অসুস্থ অবস্থায় কয়েকদিন আগে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ হওয়ায় তাকে গত ২ জুন মোহাম্মদ আলী হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
মোহাম্মদ আলী হাসপাতাপলের আবাসিক চিকিৎসক (আরএমও) শফিক আমিন কাজল বাংলানিউজকে জানান, মৃত দুই ব্যক্তির মরদেহ জীবাণুমুক্ত করে হাসপাতাল চত্বরেই জানাজা করে দাফনের জন্য পাঠিয়ে দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জুন ০৬, ২০২০
কেইউএ/এফএম