এ নিয়ে এখন পর্যন্ত ১৯ জন পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
সোমবার (৮ জুন) পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, করোনা ভাইরাস পজিটিভ হওয়ায় কনস্টেবল আলমগীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রোববার (৭ জুন) দিনগত রাত সাড়ে ১২টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কনস্টেবল আলমগীরের বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা থানার মাজারদিয়া গ্রামে। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী ও পুত্র সন্তানসহ অনেক আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।
বাংলাদেশ পুলিশের উদ্যোগে তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, জুন ০৮, ২০২০
এজেডএস/এফএম