ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

নারায়ণগঞ্জের রেড জোনে ‘পরীক্ষামূলক লকডাউন’ প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, জুন ১০, ২০২০
নারায়ণগঞ্জের রেড জোনে ‘পরীক্ষামূলক লকডাউন’ প্রত্যাহার

নারায়ণগঞ্জ: অধিক সংখ্যক করোনা রোগী থাকায় নারায়ণগঞ্জের তিনটি এলাকা ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। একইসঙ্গে সেখানে ‘লকডাউন’ ঘোষণা করা হয়েছিল।

তবে তিনদিন পর সে ‘লকডাউন’ ‘প্রত্যাহার’ করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ‘রেড জোন’ এবং ‘লকডাউন’ দুটোই ছিল ‘পরীক্ষামূলক’।

জেলা স্বাস্থ্য বিভাগের পরামর্শক্রমে জেলা প্রশাসক এ ‘লকডাউন’ ঘোষণা করেছিলেন।

বুধবার (১০ জুন) দুপুরে লকডাউন প্রত্যাহারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম।

তিনি জানান, মূলত যেসব স্থানে রেড জোন থাকবে সেখানেই আমরা লকডাউন কঠোরভাবে নিশ্চিত করবো।

এটা একটা পরীক্ষামূলক লকডাউন ছিল আমরা আমাদের কার্যক্রমেরও একটি টেস্ট নিয়েছি। আমরা যেভাবে লকডাউন করবো সেটাই পরীক্ষামূলকভাবে এখানে হয়েছে। এখন বিভিন্ন এলাকায় রেড জোন, ইয়োলো জোন ও গ্রিন জোন করা হবে। সেখানে আমাদের লকডাউন কঠোরভাবে নিশ্চিত করা হবে।

রোববার (৭ জুন) শহরের আমলাপাড়া, জামতলা ও ফতুল্লার রূপায়ন টাউনকে অধিক ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করে রেড জোন ও লকডাউন ঘোষণা করা হয়।  

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, জুন ১০, ২০২০
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।