ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

সিলেটে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ১২ করোনা রোগী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, জুন ১০, ২০২০
সিলেটে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ১২ করোনা রোগী ছবি: প্রতীকী

সিলেট: সিলেটে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন করোনা ভাইরাসে আক্রান্ত ১২ জন রোগী। নগরের করোনা চিকিৎসাকেন্দ্র শহীদ ডা. সামসুদ্দিন হাসপাতালে আইসোলেশনে রয়েছেন তারা।

বুধবার (১০ জুন) দুপুর ১টার দিকে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘করোনা ভাইরাসে আক্রান্ত ১২ জন রোগীর অবস্থা খুব খারাপ।

আমরা তাদের বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। ’

তিনি আরও বলেন, ‘হাসপাতালে ৭৬ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে করোনা পজিটিভ ৪৬ জন এবং উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৩০ জন। তবে আজ হাসপাতালে কেউ মারা যাননি। ’

স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের তথ্য মতে, বিভাগে শনাক্ত করোনা রোগীর সংখ্যা ১ হাজার ৭২৮ হলেও মঙ্গলবার (৯ জুন) রাতে ঢাকা থেকে আসা আক্রান্ত ৩০ জন কোন স্থানের নির্ধারণ করতে না পারায় তাদের এ হিসাবে অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে অধিদপ্তরের সিলেট কার্যালয় বিভাগে আক্রান্ত দেখিয়েছেন ১ হাজার ৬৯৮ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৪১৫ জন এবং মারা গেছেন ৩৮ জন।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, জুন ১০, ২০২০
এনইউ/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।