নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক।
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক বলেছেন, ‘এখনো মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। তাই শুরু থেকে আমরা সচেতনতা বাড়াতে নানা কাজ করেছি। এখনো তা করে যাচ্ছি। তবে আশার কথা, আমাদের সদর উপজেলার আলীরটেক ইউনিয়নে এখনো কোনো কোভিড-১৯ পজিটিভ রোগী নেই।’
বুধবার (১০ জুন) দুপুরে সদর উপজেলার ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, এ সদর উপজেলায় মোট শনাক্ত হয়েছেন ২ হাজার ১৮ জন কোভিড-১৯ রোগী।
গত ২৪ ঘণ্টায় ১১ জন শনাক্ত হয়েছে। এ উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২০ জন এবং সুস্থ হয়েছেন ৩৬৫ জন। তবে উপজেলার আলীরটেক ইউনিয়নে এখন পর্যন্ত কোনো রোগী শনাক্ত হয়নি।
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, জুন ১০, ২০২০
এমআরপি/এফএম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।