ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

সিলেটে আরও ৩৯ জন করোনায় আক্রান্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫২ ঘণ্টা, জুন ১৬, ২০২০
সিলেটে আরও ৩৯ জন করোনায় আক্রান্ত

সিলেট: সিলেটে আরও ৩৯ জনের করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা সবাই সিলেট জেলার বাসিন্দা।

সোমবার (১৫ জুন) সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। এ নিয়ে, জেলায় মোট আক্রান্ত হয়েছেন এত হাজার ৪৫২ জন।

আর বিভাগে সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৪৪৫ জন।

সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় বাংলানিউজকে বলেন, সোমবার পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৩৯ জনের করোনা পজিটিভ আসে। আক্রান্তদের মধ্যে সিলেট নগরীর ডা. সামসুদ্দিন হাসপাতালে ১৯ জন, ওসমানী মেডিক্যাল কলেজের ১৪ জন, সরকারের একটি বিশেষ বাহিনীর চারজন, রাগিব রাবেয়া মেডিক্যাল কলেজ ও সিভিল সার্জন কার্যালয়ে একজন করে।

সোমবার সকাল আটটা পর্যন্ত সিলেট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল এক হাজার ৪১৩ জন। রাতে নতুন ৩৯ জন শনাক্ত হওয়ায় এ সংখ্যা এখন এখন হাজার ৪৫২ জন।

নতুন শনাক্ত হওয়াদের নিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা ভাইরাস শনাক্ত হয়েছে দুই হাজার ৪৫ জনের। এরমধ্যে সিলেট ছাড়া সুনামগঞ্জে ৫৬৩ জন, হবিগঞ্জে ২৩৯ জন ও মৌলভীবাজারে ১৯১ জন আক্রান্ত রয়েছেন। আর নতুন করে ছয়জনসহ বিভাগে মারা গেছেন ৫৪ জন।

বাংলাদেশ সময়: ০২৫১ ঘণ্টা, জুন ১৬, ২০২০
এনইউ/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।