ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

বিএসএমএমইউ'র ৫৪ শিক্ষককে দেওয়া হলো রিসার্চ গ্রান্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, জুন ২৩, ২০২০
বিএসএমএমইউ'র ৫৪ শিক্ষককে দেওয়া হলো রিসার্চ গ্রান্ট

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ৫৪ জন শিক্ষকের মধ্যে গবেষণা মঞ্জুরি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।
মঙ্গলবার (২৩ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের ডা. মিল্টন হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ৫৪ শিক্ষকদের মধ্যে রিসার্চ গ্রান্ট দেওয়া হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা শিক্ষা, গবেষণা ও চিকিৎসাসেবার মতো মহৎ কার্যক্রমকে এগিয়ে নিতে শিক্ষকদের দায়িত্ব সবচেয়ে বেশি। সকল রোগীদের জন্য কল্যাণধর্মী গবেষণার পাশাপাশি মানুষের জীবন বাঁচাতে কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ এবং করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে করোনা ভাইরাসবিষয়ক গবেষণার ব্যাপকতা আরো বৃদ্ধি করতে হবে।

তিনি আরো বলেন, এ ক্ষেত্রে চিকিৎসাসেবার সঙ্গে যুক্ত শিক্ষকদেরই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট সকল ধরণের গবেষণা কর্মকাণ্ড জোরদার করার মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সুনাম আরো বৃদ্ধি করতে হবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে গবেষণার বড় ধরণের সুযোগ রয়েছে। শিক্ষক, চিকিৎসক ও ছাত্র-ছাত্রীদের সেই সুযোগকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিএসএমএমইউকে তুলে ধরতে হবে।  

অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, জুন ২৩, ২০২০
পিএস/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।