সর্বশেষ সোমবার (২৯ জুন) মৃত্যুর মিছিলে যোগ হয় সিলেটের গোলাপগঞ্জের আব্দুর রাজ্জাক নামের এক ব্যবসায়ী ও নগরের দক্ষিণ সুরমার নর্থ ইস্ট মেডিক্যাল কলেজে করোনা আক্রান্ত হয়ে মারা যান শামসুল হক নামে মৌলভীবাজারের কমলগঞ্জের এক ব্যক্তি।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট কার্যালয়ের প্রাপ্ত মতে, বিভাগে মৃত্যুর মিছিলে এগিয়ে আছে সিলেট জেলা।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, বিভাগে আক্রান্ত ৪ হাজার ৪৬২ জনের মধ্যে ২ হাজার ৪৫৭ জনই সিলেট জেলা ও মহানগর এলাকার। এছাড়া সুনামগঞ্জ জেলার ৯৮২ জন, হবিগঞ্জের ৫৯৩ এবং মৌলভীবাজারের ৪৩০ জন। এরমধ্যে হাসপাতাল আইসোলেশনে আছেন ২৬৭ জন। এরমধ্যে সিলেটে ১০১, সুনামগঞ্জে ৮৯, হবিগঞ্জে ৬৭ এবং মৌলভীবাজারে ১০ জন।
এদিকে বিভাগের মধ্যে এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে ফিরেছে ১ হাজার ২২৭ জন। এরমধ্যে সিলেট জেলায় সুস্থ হয়ে ফিরেছে ৪০২ জন, সুনামগঞ্জে ৪১১ জন, হবিগঞ্জে ২১৬ এবং মৌলভীবাজারে ১৯৮ জন।
সিলেটে করোনার চিকিৎসাকেন্দ্র শহীদ ডা. শামুদ্দিন আহমদ হাসপাতালের ফোকাল পার্সন ডা. চয়ন রায় বাংলানিউজকে বলেন, মঙ্গলবার (৩০ জুন) দুপুর পর্যন্ত ওই হাসপাতালে ৯২ জন চিকিৎসাধীন। এরমধ্যে ৮৪ জনের করোনা পজিটিভ এবং করোনা সন্দেহে চিকিৎসাধীন রয়েছেন ৮ জন।
তিনি বলেন, হাসপাতালে করোনা আক্রান্ত ৭ জনসহ ১১ জন রোগীর অবস্থা সংকটাপন্ন। তাই তাদের আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, জুন ৩০, ২০২০
এনইউ/এএটি