ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

কাপ্তাইয়ে বাড়ছে টাইফয়েড রোগীর সংখ্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, জুলাই ৭, ২০২০
কাপ্তাইয়ে বাড়ছে টাইফয়েড রোগীর সংখ্যা

রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই উপজেলায় ভাইরাস ও টাইফয়েড জ্বরে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। 

উপজেলার পাহাড়ি পল্লির অনেক গ্রামে গিয়ে দেখা যায়, প্রতিটি ঘরেই মানুষ ভাইরাস জ্বরে ভুগছে। সর্দি, কাশি থাকায় এই জ্বরকে অনেকেই করোনা বলে মনে করছেন।

তাই অনেকে ভয়ে কোভিড-১৯ পরীক্ষা করছেন।  

স্থানীয় ডাক্তাররা বাংলানিউজকে বলেন, সর্দি, কাশি হলেই করোনা হবে এমন কোনো কথা নয়, এটা একটি মৌসুমি ভাইরাস।

কাপ্তাই নতুন বাজার মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব) মহিম চাকমা বাংলানিউজকে জানান, তার ল্যাবে বেশির ভাগ রোগী আসে টাইফয়েড, ম্যালেরিয়া পরীক্ষার জন্য। দেখা যায়, এদের মধ্যে বেশির ভাগই টাইফয়েড রোগে আক্রান্ত।

কাপ্তাই নতুন বাজার মুনমুন মেডিক্যাল হলের স্থানীয় পল্লি চিকিৎসক সোমেন দত্ত বাংলানিউজকে বলেন, তার ফার্মেসিতে প্রতিদিন সর্দি, কাশি ও ভাইরাস জ্বর নিয়ে ৪০-৪৫ জন রোগী আসে এবং তারা নিজ উদ্যোগে পরীক্ষা করাচ্ছেন। দেখা যাচ্ছে তাদের অধিকাংশই টাইফয়েড রোগে আক্রান্ত।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ আহমেদ চৌধুরী বাংলানিউজকে বলেন, বর্তমানে প্রতিটি ঘরে ঘরে সর্দি, কাশি, জ্বর দেখা দিচ্ছে। তবে সর্দি, কাশি হলেই তা করোনা নয়। তাই তিনি সবাইকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, জুলাই ০৭, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।