বৃহস্পতিবার (০৯ জুলাই) গণস্বাস্থ্য কেন্দ্রের মিডিয়া উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু এ তথ্য জানান।
জাহাঙ্গীর আলম মিন্টু গণস্বাস্থ্যের অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদের বরাত দিয়ে বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী গলার স্বর এখনো পুরোটা ঠিক হয়নি, পাশাপাশি স্বর অত্যন্ত নিচু এবং কাশি আছে।
গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে আরও জানানো হয়, আজ গণমাধ্যমকে জাফরুল্লাহ চৌধুরী বলেন, গণস্বাস্থ্যের চিকিৎসকরা তাকে ৪২ দিন সম্পূর্ণ রেস্ট নিতে এবং ভিজিটরদের সঙ্গে দেখা ও কথা বলতে নিষেধ করেছন। কিন্তু দেশের জনগণের করোনা ভাইরাসের ফলে যে দুরাবস্থা তা চিন্তা করলে ১ ঘণ্টাও রেস্ট নেওয়া এবং কথা না বলে থাকা সম্ভব না।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বর্তমানে গণস্বাস্থ্য নগর হাসপাতালে অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব) মামুন মোস্তাফিজ এবং অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।
বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, জুলাই ০৯, ২০২০
আরকেআর/এইচএডি