ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

সিলেটে ৪ চিকিৎসকসহ করোনা আক্রান্ত আরও ১২১ জন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৩ ঘণ্টা, জুলাই ১৮, ২০২০
সিলেটে ৪ চিকিৎসকসহ করোনা আক্রান্ত আরও ১২১ জন

সিলেট: সিলেটে আরও ১২১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ছয়জন শিশু ও চারজন চিকিৎসক রয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ছয় হাজার ৫২৭ জন।

শুক্রবার (১৭ জুলাই) ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ৮৮ জনের এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে আরও ৩৩ জনের করোনা শনাক্ত করা হয়।
 
আক্রান্তদের মধ্যে ৮৩ জন সিলেট জেলার, সুনামগঞ্জের ১১ জন, হবিগঞ্জের ১৯ জন, মৌলভীবাজারে আটজন রয়েছেন।


 
ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় বাংলানিউজকে বলেন, ১৮২ জনের নমুনা পরীক্ষায় ছয় শিশু ও চার চিকিৎসকসহ ৮৮ জনের করোনা শনাক্ত হয়।  

আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় ৬১ জন, হবিগঞ্জ জেলার ১৯ ও মৌলভীবাজারের আটজনের করোনা শনাক্ত হয়েছে।
 
একই দিনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে আরও ৩৩ জনের করোনা শনাক্ত হয়। এরমধ্যে ২২ জন সিলেট জেলার এবং ১১ জন সুনামগঞ্জের বাসিন্দা।
 
স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের তথ্য মতে, আক্রান্ত ছয় হাজার ৫২৭ জনের মধ্যে সিলেট জেলায় তিন হাজার ৪০৬ জন, সুনামগঞ্জে এক হাজার ২৬০ জন, হবিগঞ্জে এক হাজার ৩৬ জন এবং মৌলভীবাজারে ৮২৫ জন।
 
এছাড়া নতুন করে আরও তিনজনসহ ১১৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সিলেটে ৮৫, সুনামগঞ্জে ১২, হবিগঞ্জে আট ও মৌলভীবাজারের আটজন। এছাড়া দুই হাজার ৫৪৫ জন সুস্থ হয়ে ফিরেছেন।   
 
বাংলাদেশ সময়: ০৬০২ ঘণ্টা, জুলাই ১৮, ২০২০
এনইউ/এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।