ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

দুর্নীতির দায় শুধু সরকারের নয়, সবার: স্বাস্থ্যের ডিজি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, জুলাই ২৫, ২০২০
দুর্নীতির দায় শুধু সরকারের নয়, সবার: স্বাস্থ্যের ডিজি

ঢাকা: স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেছেন, দুর্নীতির কথা যদি বলেন, আমি বলব, দুর্নীতির দায় আমাদের সবার। স্বাস্থ্যখাতের দুর্নীতির দায় সরকারের একার নয়।

আমরা যদি ব্যক্তিগতভাবে সৎ না হই, তাহলে কোনোভাবেই দুর্নীতি রোধ করা সম্ভব নয়। আমরা যদি শুধু সরকারের দিকে আঙুল তুলি, সেটা হবে সবচেয়ে বড় বোকামি। আমরা সবাই এ দুর্নীতির অংশ।

তিনি বলেন, অতিমারির (মহামারি) পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোই বড় চ্যালেঞ্জ উল্লেখ করে স্বাস্থ্য খাতের এখন যে অবস্থা, করোনার এ অতিমারির ক্ষেত্রে আমরা যে সমস্যাগুলো ফেস করছি, তা দূর করার চেষ্টা করব। সামনে এখন এটাই বড় চ্যালেঞ্জ।

শনিবার ( ২৫ জুলাই) ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।

সংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সরকারের সমালোচনা অবশ্যই করবেন, ভুলত্রুটি ধরিয়ে দেবেন। পাশাপাশি আমি বলব, আমরা যদি কোনও ভালো কাজ করি, তাহলে সেটাও তুলে ধরবেন। এ মহামারিতে সরকারের পাশে ইতিবাচকভাবে দাঁড়াতে হবে সাংবাদিকদের।

প্রধানমন্ত্রী যে দায়িত্ব আমাকে দিয়েছেন, তা সম্মান ও ইজ্জত নিয়ে যাতে শেষ করতে পারি, সেজন্য সবার কাছে দোয়া চাই, যোগ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, জুলাই ২৫, ২০২০
ডিএন/এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।