ঢাকা: করোনা ভাইরাসের যেকোনো ধরনের উপসর্গ থাকলেই নমুনা পরীক্ষা করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
সোমবার (৩ আগস্ট) দুপুর আড়াইটায় করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে তিনি এ আহ্বান জানান।
নাসিমা সুলতানা বলেন, নমুনা পরীক্ষা করাই করোনা মোকাবিলায় সবচেয়ে কার্যকর বিষয়। করোনার যেকোনো ধরনের উপসর্গ থাকলেই নমুনা পরীক্ষা করাতে হবে।
তিনি বলেন, বর্তমানে থানা পর্যায়েও করোনা পরীক্ষা করা যাচ্ছে। সুতরাং উপসর্গ থাকলেই পরীক্ষা করাতে হবে। যেসঙ্গে যাদের অসংক্রামক ব্যাধি রয়েছে, তারা সাবধান থাকুন।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২০
ডিএন/ওএইচ/