ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

বেসরকারি হাসপাতালের খরচ অ্যাফোর্ডেবল হবে, আশ্বাস মন্ত্রীর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, আগস্ট ৯, ২০২০
বেসরকারি হাসপাতালের খরচ অ্যাফোর্ডেবল হবে, আশ্বাস মন্ত্রীর

 

 

ঢাকা: বেসরকারি হাসপাতালের সেবা ও বিভিন্ন টেস্টের ফি মানুষের সাধ্যের মধ্যে রাখতে কাজ করার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে রোববার (৯ আগস্ট) সচিবালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের উত্তরে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের পরিকল্পনা আছে, প্রাইভেট সেক্টরে বিভিন্ন সার্ভিসের চার্জ যাতে অ্যাফোর্ডেবল হয়, মানুষের যাতে কষ্ট না হয়, সেবা নিতে পারে সে বিষয়ে আমরা আগামীতে কাজ করবো। সরকারি ফি নির্ধারণ করে দেওয়া হলেও বিভিন্ন হাসপাতালে করোনা টেস্টের ফি এক একরকম নেওয়ার অভিযোগ তোলেন এক সাংবাদিক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার সময় যে চিকিৎসা দেওয়া হয়েছে, এ চিকিৎসার ব্যয় অন্যান্য চিকিৎসার তুলনায় বহুগণে বেশি। তারপরও বিনা পয়সায় চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন তো টেস্ট নানা কারণে দেয়। করোনার টেস্ট ফি সরকার নির্ধারণ করে দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২০
এমআইএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।