ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

বরিশালের ৬ জেলা পেলো ১৪ হাই ফ্লো-ন্যাসাল ক্যানোলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, আগস্ট ৯, ২০২০
বরিশালের ৬ জেলা পেলো ১৪ হাই ফ্লো-ন্যাসাল ক্যানোলা

বরিশাল: করোনা ভাইরাসের চিকিৎসাসেবা সহায়তায় বরিশাল বিভাগের ৬টি জেলায় ১৪টি হাই ফ্লো-ন্যাসাল ক্যানোলা ও বরগুনা জেলায় একটি অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) সকাল ১০টার দিকে বিভাগীয় প্রশাসন আয়োজনে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ লক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে সংযুক্ত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

বিভাগীয় কমিশনার অমিতাভ সরকারের সভাপতিত্বে বরিশাল প্রান্তে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিদ্যুৎ বিভাগের সচিব সুলতান আহমেদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আব্দুল রাজ্জাক, বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানসহ ৫ জেলার জেলা প্রশাসকরা, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক স্বাস্থ্য ডা. বাসুদেব কুমার দাস, শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন, ৬ জেলার সিভিল সার্জনসহ আরও অনেকে।  

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২০
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।