ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

আদ্-দ্বীন হাসপাতালে করোনা আক্রান্তদের ফ্রি চিকিৎসা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২০
আদ্-দ্বীন হাসপাতালে করোনা আক্রান্তদের ফ্রি চিকিৎসা আদ্-দ্বীন হাসপাতাল

যশোর: রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালে বিনামূল্যে করোনা আক্রান্তদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। আগামী তিন মাস এ সেবা চালু থাকবে।

করোনা ভাইরাস পজিটিভ রোগীদের ভর্তি, পরীক্ষা-নিরীক্ষা, থাকা-খাওয়াসহ চিকিৎসার সব খরচ বহন করবে হাসপাতাল কর্তৃপক্ষ।  

আদ্-দ্বীন হাসপাতালের মূল ভবনের বাইরে মনোরম পরিবেশে করোনা রোগীদের জন্য নতুন এ ইউনিট চালু করা হয়েছে। আক্রান্ত অসহায় দরিদ্ররা যাতে চিকিৎসা থেকে বঞ্চিত না হন সেজন্য আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ বিনামূল্যে এ সেবা কার্যক্রম শুরু করেছে।

স্বল্পমূল্যে মানসম্মত সেবার ব্রত নিয়ে আদ্-দ্বীন হাসপাতাল স্বাস্থ্যসেবায় ভূমিকা পালন করছে। যেকোনো দুর্যোগ পরিস্থিতিতে হাসপাতালটি সবসময় স্বাস্থ্যসেবা দিয়ে এসেছে। আদ্-দ্বীন হাসপাতালসমূহের সব বিভাগ করোনাকালীন দুর্যোগ মুহূর্তে নিয়মিত স্বাস্থ্যসেবা চালু রেখেছে।  

ঢাকার মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রতিদিন ১৫০০ এর অধিক রোগী সেবা নিচ্ছে। মা ও শিশুসেবায় বিশেষায়িত এ হাসপাতালে রোগীদের স্বাস্থ্যনিরাপত্তা বিবেচনায় হাসপাতালের বাইরে চালু করেছে একটি করোনা ইউনিট। কোভিড-১৯ রোগীরা সম্পূর্ণ বিনামূল্যে এ ইউনিট থেকে সেবা পাবেন। উন্নতমানের পরিবেশে চিকিৎসার প্রয়োজনীয় সব ব্যবস্থা রয়েছে এ ইউনিটে। এখানে রোগী ভর্তি, পরীক্ষা-নিরীক্ষা, চিকিৎসা, থাকা-খাওয়াসহ সব খরচ বহন করবে হাসপাতাল কর্তৃপক্ষ। উচ্চ প্রবাহের অক্সিজেন, প্রয়োজনীয় ভেন্টিলেটরের ব্যবস্থা রয়েছে এখানে। বিশেষজ্ঞ ডাক্তার ও অভিজ্ঞ নার্সদের সমন্বয়ে গঠিত একটি টিম চিকিৎসাসেবা দেবেন। টেলিফোন ব্যবস্থা ও টেলিকনফারেন্সের ব্যবস্থা রয়েছে এ ইউনিটে। যাতে যেকোনো সময় ডাক্তারদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা সম্ভব হয়। হাইফ্লো নেজাল ক্যানোলা, বাই-প্যাপ মেশিনের ব্যবস্থা রয়েছে এখানে। এছাড়া ভেন্টিলেশনের ব্যবস্থাসহ করোনা রোগীরা এখানে পূর্ণাঙ্গ সেবা পাবেন।

এখানে কোভিড-১৯ পরীক্ষার জন্য পিসিআর ল্যাব স্থাপন করা হয়েছে। ল্যাবে অত্যাধুনিক মেশিনসহ পরীক্ষার সব সরঞ্জামাদি রাখা হয়েছে। দক্ষ মেডিক্যাল টেকনোলজিস্টরা পরীক্ষা-নিরীক্ষার কাজ করবেন। স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতিসাপেক্ষে দ্রুত পরীক্ষা শুরু হবে।

হাসপাতালে ভর্তি সুমাইয়া নামে একজন রোগী বলেন, টেস্টে আমার করোনা পজিটিভ এসেছে। আদ্-দ্বীনে করোনার বিনামূল্যে সেবা দিচ্ছে জানতে পেরে এখানে ভর্তি হয়েছি। এখানে ভর্তি থেকে শুরু করে থাকা-খাওয়ার সব ব্যবস্থা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। নিয়মিত চিকিৎসাসেবা পাচ্ছি। ডাক্তার-নার্সরা নিয়মিত খোঁজ-খবর নিচ্ছেন। করোনা মাহমারিতে আদ্-দ্বীন হাসপাতাল যেভাবে এগিয়ে এসেছে তাতে আমরা অভিভূত।
 
আদ্-দ্বীন হাসপাতালের মহাপরিচালক ডা. নাহিদ ইয়াসমিন বলেন, দেশের যেকোনো দুর্যোগে আদ্-দ্বীন মানুষের পাশে ছিল। আর্তমানবতার সেবায় আদ্-দ্বীন হাসপাতাল সবসময় এগিয়ে এসেছে। করোনা মহামারিতেও আদ্-দ্বীন তার সেবার দ্বার খোলা রেখেছে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে সেবা দেওয়া হবে। দরিদ্র রোগীরা যাতে চিকিৎসার অভাবে না ভোগেন এজন্য আমরা এ উদ্যোগ নিয়েছি। এছাড়া করোনা পরীক্ষার সব ব্যবস্থা করা হয়েছে। সরকারের অনুমোদন পেলেই এখানে পরীক্ষা করা যাবে।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২০
ইউজি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।