ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

বাতের ব্যথা-হাড় ক্ষয় রোধে পঞ্চগড়ে ৬ দিনের হেলথ ক্যাম্প

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২০
বাতের ব্যথা-হাড় ক্ষয় রোধে পঞ্চগড়ে ৬ দিনের হেলথ ক্যাম্প Health camp in Panchagarh

পঞ্চগড়: বাতের ব্যথা ও হাড় ক্ষয় রোধে পঞ্চগড়ে ছয় দিনের হেলথ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।

‘জাগ্রত তেঁতুলিয়া’র উদ্যোগে ও ‘নিউজিল্যান্ড ডেইরি’র সহযোগিতায় শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে পঞ্চগড় জেলা পরিষদ চত্বরে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাটের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হেলথ ক্যাম্পের শুভ উদ্বোধন ঘোষণা করেন পঞ্চগড় জেলা প্রশাসক (ডিসি) সাবিনা ইয়াসমিন।

এ সময় পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুর্দশন কুমার রায়, পৌর মেয়র তৌহিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, নিউজিল্যান্ড ডেইরি ও সোশ্যাল ইসলামী ব্যাংক হাসপাতালের ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান রেবেকা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।

হেলথ ক্যাম্প শুরু হওয়ার প্রথম দিনে বিনামূল্যে পঞ্চগড় সদর উপজেলার শতাধিক মানুষকে চিকিৎসা দেওয়া হয়। জেলার তেঁতুলিয়া উপজেলার তিনটি ভেন্যুতে ছয় দিনের এ হেলথ ক্যাম্প চলবে।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।