ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

৪০০তম পর্বে নিউজ টোয়েন্টিফোরের ‘প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২০
৪০০তম পর্বে নিউজ টোয়েন্টিফোরের ‘প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস’

ঢাকা: বেসরকারি স্যাটেলাইট চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের নিয়মিত আয়োজন 'প্রশ্ন উত্তরে করোনাভাইরাস'। বিশ্বজুড়ে মহামারী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর নিউজ টোয়েন্টিফোরে শুরু হয় স্বাস্থ্যবিষয়ক এ আয়োজন।

মূলত করোনার উপসর্গ, জটিলতা, সতর্কতা ও করোনা আক্রান্ত ব্যক্তির স্বাস্থ্যগত পরবর্তী পদক্ষেপসহ নানা প্রশ্নের উত্তর খোঁজা হয় এ অনুষ্ঠানে। আর দর্শকদের এসব প্রশ্নের উত্তর দেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।  

গত ১৫ মার্চ শুরু হওয়া এ অনুষ্ঠানটি প্রতিদিন সকাল ১১টায় এবং রাত ১১টায় সরাসরি সম্প্রচারিত হয় নিউজ টোয়েন্টিফোরে। সেই ধারাবাহিকতায় আগামীকাল বুধবার রাত ১১টায় অনুষ্ঠানটির ৪০০ তম পর্ব প্রচারিত হবে। কাল অতিথি থাকবেন বারডেম হাসপাতালের ডেন্টাল বিভাগের সাম্মানিক উপদেষ্টা অধ্যাপক ডা. অরূপরতন চৌধুরী, আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ এস এম আলমগীর, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. জাহানারা আরজু এবং ইউনাইটেড হাসপাতালের চিফ ডায়েটিশিয়ান চৌধুরী তাসনিম হাসিন। আর অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন অন্তরা বিশ্বাস।   

'প্রশ্ন উত্তরে করোনাভাইরাস' অনুষ্ঠানটির প্রতিটি পর্বে বিশেষজ্ঞ চিকিৎসকরা মহামারী করোনাভাইরাসের সংক্রমণ, প্রতিরোধ, সচেতনতা নিয়ে নানা প্রশ্নের উত্তর দেন এবং সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।

ঘণ্টাব্যাপী সরাসরি প্রচারিত প্রোগ্রামটির সমন্বয়কারীর দায়িত্বে আছেন শামছুল হক রাসেল।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।