ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

মালদ্বীপে ভারতের করোনা ভ্যাকসিন প্রয়োগ বুধবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২১
মালদ্বীপে ভারতের করোনা ভ্যাকসিন প্রয়োগ বুধবার মালদ্বীপে ভারতের করোনা ভ্যাকসিন প্রয়োগ বুধবার

ঢাকা: ভারতের তৈরি করোনার ভ্যাকসিন ‘কোভিশিল্ড’ পৌঁছেছে মালদ্বীপ।  

মঙ্গলবার (১৯ জানুয়ারি) এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে মালদ্বীপের মালে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় এই ভ্যাকসিন।

বুধবার (২০ জানুয়ারি) থেকে শুরু হবে এ ভ্যাকসিনের প্রয়োগ।

মালদ্বীপই প্রথম দেশ যারা ভারতে উৎপাদিত করোনার ভ্যাকসিন গ্রহণ করেছে।
 
অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকার মিলিত গবেষণায় এ ভ্যাকসিন তৈরি হয়েছে। যা ভারতে উৎপাদন করছে পুনের সিরাম ইনস্টিটিউট। ভ্যাকসিন দেওয়ার কর্মসূচিও চলছে দেশে।

এ ভ্যাকসিনের ২০ লাখ ডোজ উপহার হিসাবে বাংলাদেশের জনগণকে দিচ্ছে ভারতীয় সরকার। যা বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

কলকাতার প্রভাবশালী দৈনিক আনন্দবাজার পত্রিকা জানায়, ইতোমধ্যেই এ ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে মালদ্বীপ সরকারও। সেখানে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীসহ প্রথম শ্রেণীর কোভিড যোদ্ধাদের আগে ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বাংলাদেশ সময়: ০৪৪৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২১
ডিএন/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।