বরিশাল: সারা দেশের মতো বরিশালেও শুরু হয়েছে করোনা প্রতিরোধে টিকাদান কার্যক্রম। রোববার (০৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল কেন্দ্রে সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন।
হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন, মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মো মনিরুজ্জামান শাহিন উদ্বোধনী অনুষ্ঠানে টিকা গ্রহন করেন। টিকা গ্রহনের পর সুস্থ আছেন বলে জানিয়েছেন টিকা গ্রহিতারা।
সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ নগরবাসীকে টিকা গ্রহণের জন্য আহ্বান জানান।
সিটি করপোরেশন এলাকায় ৪২৪ জন করোনার টিকা গ্রহণের জন্য প্রথম দিনে নিবন্ধিত ছিলেন। এর মধ্যে শেবাচিম কেন্দ্রে ১৮০ জন, সদর হাসপাতালে ১২২ জন এবং পুলিশ হাসপাতালে ১২২ জন।
বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২১
এমএস/আরএ