ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

বাংলাদেশে বিভেদের চেষ্টা চলছে: আইনমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২১
বাংলাদেশে বিভেদের চেষ্টা চলছে: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বাংলাদেশে বিভেদের চেষ্টা চলছে। এ নিয়ে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

রোববার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় করোনার টিকাদান কর্মসূচি উদ্বোধনকালে ভার্চ্যুয়ালি প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে মন্ত্রী এ কথা বলেন।  

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় আমরা দ্রুত করোনার টিকা পেয়েছি।

বেলা সোয়া ১২টায় এ কর্মসূচি উদ্বোধনের পর তিন পুলিশ সদস্য রমিজ উদ্দিন, আবুল হাসেম ও কামাল হোসেন টিকা নেন। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর-এ আলম, প্রেসক্লাব সভাপতি মো. মানিক মিয়াকে টিকা দেওয়া হয়। টিকা নেওয়ার পর মন্ত্রী তাদের অনুভূতি জানতে চান।

হাসপাতাল সূত্র জানায়, উপজেলায় রোববার সকাল ১১টা নাগাদ ১৪৩ জন টিকার জন্য নিবন্ধন করেন। এ উপজেলায় ২৮০ ভায়াল (কাচের শিশি) টিকা এসেছে। যা থেকে ২৮০০০ জন এ টিকা নিতে পারবেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উদ্বোধনী অনুষ্ঠানে অনেকে মধ্যে পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাসেম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. জয়নাল আবেদীন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুর রহমান, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রসুল আহমেদ নিজামী উপস্থিত  ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।