ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ঢামেকে অনস্পট নিবন্ধন, প্রতিবন্ধী ব্যক্তি পেলেন টিকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২১
ঢামেকে অনস্পট নিবন্ধন, প্রতিবন্ধী ব্যক্তি পেলেন টিকা

ঢাকা: সরকারি নির্দেশনা অনযায়ী অনস্পট নিবন্ধন করে টিকা পেলেন শারীরিক প্রতিবন্ধী এক ব্যক্তি। হাসপাতাল কর্তৃপক্ষ নিজেরা নিবন্ধন করে তাকে টিকা দেন।

এদিন সকাল থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ২৭০ জন টিকা নিয়েছেন।

রোববার (৭ ফেব্রুয়ারি) বিকেলে ঢামেকের প্রশাসনিক ব্লকের উপ-পরিচালক আলাউদ্দিন আল আজাদ জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত ২৭০ জনকে করোনা টিকা দেওয়া হয়। এদের মধ্যে পুরুষ ১৬৮ জন ও নারী ১০২ জন।

তিনি বলেন, নির্দেশ আছে যদি কোনো মুক্তিযোদ্ধা অথবা কোনো প্রতিবন্ধী ব্যক্তি যদি টিকা নিতে আসেন তাহলে টিকার স্থল থেকে নিবন্ধন করেই তাদের টিকা দেওয়া হবে। যেমন আজ একজন শারীরিক প্রতিবন্ধী নিবন্ধন ছাড়া টিকা নিতে আসেন। পরে আমরা অনস্পট নিবন্ধন করে তাকে টিকা দিয়েছি।  

তিনি আরো জানান, গত ২৮ জানুয়ারি ঢামেকে প্রথম ১২০ জনকে টিকা দেওয়া হয়। দ্বিতীয় দফায় আরো ২৭০ জনকে দেওয়া হলো। সবাই ভালো আছেন। কারো কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২১
এজেডএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।