ফেনী: ফেনীতে গত ৬ দিনে ৮ হাজার ৯৪৯ জন করোনা ভাইরাসের টিকা নিয়েছেন।
রোববার (১৪ ফেব্রুয়ারি) সকালে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, এর আগে স্পট রেজিস্ট্রেশন করলে সাথে সাথে টিকা দেওয়া হলেও এখন সে সেবা বন্ধ রাখা হয়েছে।
এ ব্যাপারে সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন জানান, স্পট রেজিস্ট্রেশন বন্ধ নয়, টিকা দেওয়া বন্ধ রয়েছে।
রেজিস্ট্রেশন করার পর টিকা গ্রহীতার মোবাইলে এসএমএসের মাধ্যমে টিকা দেওয়ার নির্ধারিত তারিখ জানানো হবে।
ভ্রাম্যমাণ টিকা কেন্দ্র চালুর বিষয়ে সিভিল সার্জন বলেন, প্রান্তিক জনপদের মানুষকে টিকা গ্রহণে আগ্রহী করে তুলতে ভ্রাম্যমাণ রেজিস্ট্রেশন কেন্দ্র চালু করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২১
এসএইচডি/এইচএডি/