ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

করোনার কারণে দেশে কমপক্ষে ১২ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩২ ঘণ্টা, মার্চ ৯, ২০২১
করোনার কারণে দেশে কমপক্ষে ১২ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে

ঢাকা: স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, স্বাস্থ্য খাতকে অবেহলা নয়, এই খাতে আরো বিনিয়োগ বাড়াতে হবে। স্বাস্থ্যখাত ঠিক না থাকলে অর্থনীতি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়।

করোনা ভাইরাসের কারণে বিশ্বে ১২ ট্রিলিয়ন ডলার, বাংলাদেশে কমপক্ষে ১২ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে।

সোমবার (৮ মার্চ) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শহীদ ডা. মিলন হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহায়তায় ও বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের আয়োজনে ‘করোনার এক বছরে বাংলাদেশ: সাফল্য ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।  

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে বাংলাদেশে করোনাভাইরাসের ভ্যাকসিন উৎপাদনের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। দেশেই একদিন সফলভাবে করোনাভাইরাসের ভ্যাকসিন উৎপাদন সম্ভব হবে।

করোনাভাইরাস মোকাবিলায় সরকারের বিভিন্ন পদক্ষেপ ও চ্যালেঞ্জসমূহ তুলে ধরে তিনি বলেন, শুরুতে করোনাভাইরাসের চিকিৎসা সম্পর্কেই আমাদের জানা ছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্রুততার সঙ্গে যথাযথ নির্দেশনার কারণেই করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশ সফল হয়েছে। প্রধানমন্ত্রীর সহায়তায় করোনাভাইরাস মোকাবিলার জন্য মাত্র ১৫ দিনের কর্মযজ্ঞের মাধ্যমে কয়েক হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দেওয়া সম্ভব হয়েছিল।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্ব ও নির্দেশনা অনুসারে স্বাস্থ্যমন্ত্রী জনাব জাহিদ মালেক দ্রুততার সঙ্গে সেই কার্যক্রমকে বাস্তবায়ন করায় বাংলাদেশ করোনাভাইরাস মোকাবিলায় সফল হয়েছে। তবে নটোরিয়াস ভাইরাস করোনাকে মোকাবিলায় গবেষণা বড়াতে হবে। প্রয়োজনীয় সহায়তা পেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়েও করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে কার্যক্রম শুরু করা হবে।

উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া তার বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে করোনাকালীন বিভিন্ন বিশেষসেবাসমূহের কথা তুলে ধরেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ও মিডিয়া সেলের প্রধান অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক, স্বাচিপের সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম, করোনাভাইরাস মোকাবিলা সংক্রান্ত জাতীয় কারিগরি উপদেষ্টা কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, মার্চ ৯, ২০২১
পিএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।