ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ঢামেকের আইসিইউতে আগুন: আরও একজনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
ঢামেকের আইসিইউতে আগুন: আরও একজনের মৃত্যু ...

ঢাকা: ঢাকা মেডিক্যালের নতুন ভবনের করোনা ইউনিটে আগুনের ঘটনায় মোমেনা (৪৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। ঢামেকের পুরাতন বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ নিয়ে আগুনের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ জনে।

বৃহস্পতিবার (১৮ মার্চ) পুরাতন বার্ন (বর্তমানে করোনা ইউনিট) ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. আ ফ ম আরিফুল ইসলাম নবীন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর ৮ রোগীকে বার্ন ইউনিটের আইসিইউতে আনা হয়। বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকেলে আরও ২ জনকে নেওয়া হয়। সেখানে বিকেল ৪টার দিকে চিকিৎসাধীন মোমেনার মৃত্যু হয়।

তিনি আরও জানান, এই ঘটনায় আরও ৬ জন আইসিইউতে ও ৩ জন এইচডিইউতে ভর্তি রয়েছেন।

বুধবার (১৭ মার্চ) ঢামেকের করোনা ইউনিটে আগুন লাগে। এতে সেদিনই তিনজনের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
এজেডএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।