ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন ডা. সামন্ত লাল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২১
করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন ডা. সামন্ত লাল

ঢাকা: করোনা ভাইরাস প্রতিরোধী টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ডা. সামন্ত লাল সেন।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে টিকার দ্বিতীয় ডোজ নেন তিনি।

এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী আমাদের টিকার ব্যবস্থা করে দিয়েছেন। দ্বিতীয় ডোজ টিকা নিতে পেরে আমার খুবই ভালো লাগছে। গত দুই মাস আগে প্রথম ডোজ টিকা নিয়েছিলাম।

ডা. সেন আরও বলেন, দুই ডোজ টিকা নেওয়ার পরেও সবাইকে সতর্কভাবে চলাফেরা করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে কাজ করতে হবে। সরকারি নির্দেশনা মোতাবেক প্রয়োজন ছাড়া কেউ বাসা থেকে বের হবেন না। প্রয়োজনে বাসা থেকে বের হলে অবশ্যই মাস্ক পরে বের হওয়ার অনুরোধ।

প্রসঙ্গত, আরও তিন বছর দেশের ১৪টি মেডিক্যাল কলেজ হাসপাতালে বিদ্যমান বার্ন ইউনিটগুলোকে শক্তিশালীকরণ এবং বিশেষায়িত চিকিৎসা সেবা সম্প্রসারণের জন্য সমন্বয়ক (বার্ন ইউনিটসমূহ) থাকছেন ডা. সামন্ত লাল সেন।

তার চুক্তির মেয়াদ আরও তিন বছর বাড়িয়ে মঙ্গলবার (৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় আদেশ জারি করেছে।

২০১৫ সালের ৩ এপ্রিল থেকে বার্ন ইউনিটগুলোর সমন্বয়ক হিসেবে চুক্তিতে নিয়োজিত আছেন ডা. সামন্ত লাল সেন।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২১
এজেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।