ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

আখাউড়া স্থলবন্দর দিয়ে আসা ভারত ফেরত ২৬ জন করোনা আক্রান্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, মে ২৯, ২০২১
আখাউড়া স্থলবন্দর দিয়ে আসা ভারত ফেরত ২৬ জন করোনা আক্রান্ত ...

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে গত এক মাসে দেশে ফিরেছেন এক হাজার ১৮৪ জন বাংলাদেশি।  এর মধ্যে ২৬ জনের করোনা সংক্রমণ পাওয়া গেছে।

তবে তারা ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত কিনা সেটি এখনো পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে রয়েছে।

সিভিল সার্জন সূত্রে জানা যায়, জেলায় করোনা সংক্রমণের হার এই মুহূর্তে উদ্বেগজনক না হলেও ভারত থেকে দেশে ফেরত আসাদের নিয়ে তৎপর রয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। প্রতিদিনই ৪০-৫০ জন করে দেশে ফিরছেন আখাউড়া স্থলবন্দর দিয়ে। এখন পর্যন্ত যেসকল যাত্রী এই বন্দর দিয়ে দেশে ফিরেছে তাদের মধ্যে ৫১৩ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখাার পাশাপাশি অন্তত ২৭৮ জনকে উন্নত চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতালে রাখা হয়েছে।

শনিবার (২৯ মে) দুপুরে সিভিল সার্জন মো. একরাম উল্লাহ জানান, গত ২৬ এপ্রিল থেকে এখন পর্যন্ত দেশে ফিরেছেন এক হাজার ১৮৪ জন বাংলাদেশি। তারা চিকিৎসাসহ আরো নানা রোগের চিকিৎসার প্রয়োজনে ভারত গিয়েছিলেন। অবশ্য ইতোমধ্যে করোনায় আক্রান্ত ২৬ জনের মধ্যে তিন জনের করোনা নেগেটিভ এসেছে। আগত যাত্রীদের মাধ্যমে করোনার ভারতীয় ভ্যরিয়েন্ট যাতে দেশে ছড়িয়ে না পড়ে সেজন্য স্বাস্থ্য বিভাগ কাজ করছে।

উল্লেখ্য, জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে তিন হাজার ৮৪৪ এবং সুস্থ হয়েছে তিন হাজার ৫০৩ জন এবং মৃত্যু হয়েছে ৫৯ জনের।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, মে ২৯, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।